Thursday, September 19, 2024
বাড়িজাতীয়বাজেট ২০২২-২৩ : উত্তরপূর্বের উন্নয়নে 'পিএম-ডিভাইন'-এর বলে বরাদ্দ ১৫০০ কোটি টাকা

বাজেট ২০২২-২৩ : উত্তরপূর্বের উন্নয়নে ‘পিএম-ডিভাইন’-এর বলে বরাদ্দ ১৫০০ কোটি টাকা


নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সাধারণ বাজেটে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করে প্রদত্ত ভাষণে নির্মলা জানান, চলতি অর্থবর্ষে ‘উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগ’-এর অধীনে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রদত্ত ভাষণে অর্থমন্ত্রী সীতারমণ বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে নয়া প্রকল্প ‘পিএম ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ইন দ্য নর্থ-ইস্ট’ তথা ‘পিএম-ডিভাইন’-এর বলে বরাদ্দকৃত অর্থে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির যুবা ও মহিলাদের সশক্তিকরণ তথা জীবিকাজনিত সহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়নে সক্ষম হবে। অর্থমন্ত্রী বলেন, পিএম-ডিভাইন নর্থ-ইস্ট কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। নতুন প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। এর মধ্যমে প্রধানমন্ত্রী গতিশক্তির চেতনায় উত্তরপূর্বের অনুভূত প্রয়োজনের ভিত্তিতে পরিকাঠামো এবং সামাজিক উন্নয়ন প্রকল্পগুলিতে অর্থায়ন করবে। বলেন, ‘পিএম-ডিভাইন’ বিদ্যমান কেন্দ্রীয় বা রাজ্য প্রকল্পগুলির বিকল্প হবে না। কেন্দ্রীয় মন্ত্রকগুলি তাদের প্রকল্পগুলি বাস্তবায়ন করতে পারবে। কেবল তা-ই নয়, রাজ্যগুলির বরাদ্দকৃত চলমান প্রকল্পগুলিকে যথারীতি অগ্রাধিকার দেওয়া হবে, বাজেট ভাষণে জানান অর্থমন্ত্রী নির্মলা৷

বিস্তারিত বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, ১,৫০০ কোটি টাকা যে সকল নতুন প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে তা দিয়ে অসমের রাজধানী গুয়াহাটিতে (মাল্টি-স্টেট) শিশু এবং প্রাপ্তবয়স্ক হেমোলিম্ফয়েড ক্যানসারের চিকিৎসা পরিষেবার জন্য ১২৯ কোটি টাকা, নেক্টার লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (মাল্টি-স্টেট)-এর জন্য ৬৭ কোটি টাকা, বৈজ্ঞানিক জৈব কৃষি উন্নয়নে ৪৫ কোটি টাকা, মিজোরামের আইজল বাই-পাস নির্মাণে ৫০০ কোটি টাকা, পশ্চিম সিকিমের পেলিং থেকে সাঙ্গা-চোলিংয়ের জন্য যাত্রী রোপওয়ের জন্য গ্যাপ ফান্ডিং ৬৪ কোটি টাকা, দক্ষিণ সিকিমের ধাপার থেকে ভালেধুঙ্গা পর্যন্ত পরিবেশ-বান্ধব রোপওয়ে (ক্যাবল কার)-এর জন্য গ্যাপ ফান্ডিং ৫৮ কোটি টাকা, মিজোরামের বিভিন্ন জেলার যে সব স্থানে বাঁশ উৎপাদন হয়, সেই সব স্থানের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রস্তাবিত পাইলট প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা, এছাড়া অন্য ক্ষেত্রের উন্নয়নে আরও ৫৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য