Sunday, February 9, 2025
বাড়িজাতীয়অনলাইন শিক্ষায় জোর, বাজেটে ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা নির্মলার

অনলাইন শিক্ষায় জোর, বাজেটে ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা নির্মলার


নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): অনলাইন শিক্ষাতেই বিশেষ জোর দিল নরেন্দ্র মোদী সরকার। সাধারণ বাজেটে ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়নোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কোভিড-পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিশু শিক্ষার্থীরাও অনলাইন লেখাপড়ায় অভ্যস্ত হয়ে উঠেছে। সেই কথা মাথায় রয়েছে ভবিষ্যতে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার আরও প্রসার হবে বলেই ইঙ্গিত মিলল নির্মলা সীতারমনের বাজেট প্রস্তাবে। নির্মলা জানিয়েছেন, দেশে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নেবে সরকার। একই সঙ্গে তিনি জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার জন্য ‘এক ক্লাস, এক টিভি চ্যানেল’ তৈরি করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী ই-বিদ্যা নামের ওই প্রকল্পে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা দু’শোর বেশি টিভি চ্যানেল তৈরি হবে। নির্মলার দাবি, এই সব চ্যানেল দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন ভাষার পড়ুয়াদের লেখাপড়ায় বড় সাহায্য করবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য