নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): সুপ্রিম কোর্টও ফিরিয়ে দিল খালি হাতে, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দিল্লি আবগারি নীতি মামলায় শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সিসোদিয়া, কিন্তু সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি ট্রায়াল প্রক্রিয়া “ঢিমেতালে” হয়, তাহলে সিসোদিয়া ৩ মাসের মধ্যে জামিনের জন্য আবেদন করতে পারবেন।
এদিকে, সুপ্রিম কোর্টে মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ হতেই আম আদমি পার্টির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেছেন, মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এতে এটা স্পষ্ট যে, আম আদমি পার্টির গোটা গ্যাং দুর্নীতির সঙ্গে জড়িত এবং তাঁদের অর্থের পথ প্রতিষ্ঠিত হয়েছে। আমি নিশ্চিত যে এএপি-এর শীর্ষ নেতাদের শীঘ্রই গ্রেফতার করা হবে। গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকেও।