Friday, December 8, 2023
বাড়িজাতীয়দিল্লিতে 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচিতে অংশ নিলেন অনুরাগ ঠাকুর

দিল্লিতে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচিতে অংশ নিলেন অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ‘অমৃত কলস’-এ করে দেশের বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা পবিত্র মাটি সোমবার দিল্লির কর্তব্যপথে বিশাল কলসে মিশিয়ে দেওয়া হয়। এই উপলক্ষে চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেন, এবং লেখেন বীরদের কুর্নিশ ও মাটিকে প্রণাম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। যুব সমাজ মাটির সঙ্গে যুক্ত থাকার, শহীদদের স্মরণ করতে এবং ভারতকে উন্নত করার প্রতিশ্রুতি নিচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য