নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : কেরলে রক্ষকই হয়ে উঠেছে ভক্ষক । কেরলের পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার তিরুবনন্তপুরমে সচিবালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ভাষণে তিনি বলেন, কেরলে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে।
রবিবার কেরল রাজ্যের একটি খ্রিস্টান কনভেনশন সেন্টারে বোমা বিস্ফোরণকাণ্ডেও নাড্ডা বিজয়ন সরকারের বিরুদ্ধে সরব হন।
জেপি নাড্ডা আরও অভিযোগ করেন যে, রাজ্যের যুবকরা মাদকের ব্যবহারে জড়িয়ে পড়ছে তা দেখেও কেরল সরকার নীরব দর্শক হয়ে রয়েছে। তিনি বলেন, জেনে অবাক হবেন যে, গত বছর ১৬ হাজার ৭৫২টি মাদকের মামলা হয়েছে। কেরল সরকার মদের সেবন বাড়াচ্ছে। কেরল রাজ্য সরকার অবৈধ মদ বিতরণকারী ব্যবসায়ীদের রক্ষা করছে। কেরল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী জল জীবন মিশনের জন্য ৭০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন কিন্তু পিনারাই বিজয়ন সরকার মাত্র ১২ লক্ষ মানুষকে জল সংযোগ দিয়েছে।