নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ত্রিকোণ জোটের আসন ভাগাভাগি হয়ে গেল। পঞ্জাবে এবারের বিধানসভা নির্বাচনে ৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় জনতা পার্টি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেস লড়বে ৩৭টি আসনে এবং শিরোমনি অকালি দল (সংযুক্ত) প্রতিদ্বন্দ্বিতা করবে ১৫টি আসনে। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে যৌথ সাংবাদিক সম্মেলন করেন জোটসঙ্গীরা।
সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন, “বিজেপি, পঞ্জাব লোক কংগ্রেস এবং সংযুক্ত আকালি দল-ধিন্ডসার মধ্যে পঞ্জাবে যে এনডিএ জোট হয়েছে, আমরা সকলে একত্রে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ছি। বিজেপি ৬৫টি আসনে, পঞ্জাব লোক কংগ্রেস ৩৭টি আসনে এবং সংযুক্ত আকালি দল-ধিন্ডসা ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।” নাড্ডা এদিন বলেছেন, “পঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য, দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার থাকা প্রয়োজন। পাকিস্তানের কর্মকাণ্ড আমাদের দেশের জন্য কেমন ছিল, তা আমরা জানি। আমরা দেখেছি সেখানে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছে।” উল্লেখ্য, পঞ্জাবে মোট বিধানসভা আসনের সংখ্যা ১১৭।