Monday, February 17, 2025
বাড়িজাতীয়প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজিকে আরও ক্ষমতা দেওয়ার দাবির শুনানি স্থগিত

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজিকে আরও ক্ষমতা দেওয়ার দাবির শুনানি স্থগিত

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : দিল্লি হাইকোর্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত থাকা এসপিজিকে আরও ক্ষমতা দেওয়ার আবেদনের শুনানি পিছিয়ে দিল। প্রধান বিচারপতি ডি এন প্যাটেলের নেতৃত্বাধীন বেঞ্চ এপ্রিলে এই বিষয়ে পরবর্তী শুনানির নির্দেশ দেয়।

শুনানির সময়, আদালত আবেদনকারীকে দাবিটি কেন্দ্রীয় সরকারকে জানাতে নির্দেশ দিতে যাচ্ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে, সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ত্রুটির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতএব, এখনই এ বিষয়ে কোনও আদেশ দেওয়া উচিত নয়। পিটিশনটি দায়ের করেছেন আশীষ কুমার। পিটিশনে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত থাকা এসপিজিকে আরও ক্ষমতা দেওয়ার দাবি জানানো হয়েছে। আবেদনকারীর পক্ষে আইনজীবী গোবিন্দ রামানন বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত এবং এর প্রভাব সারা দেশে পড়বে। পিটিশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পঞ্জাব সফরের সময় নিরাপত্তার ত্রুটি উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পঞ্জাব পুলিশের অযোগ্যতার কারণে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি হয়েছে। আবেদনে এও বলা হয়েছে, এসপিজি আইনে পরিবর্তন এনে আরও ক্ষমতা দেওয়া হোক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য