Saturday, February 15, 2025
বাড়িজাতীয়সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, নিফটি নামল ১৮০০০-এর নীচে

সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, নিফটি নামল ১৮০০০-এর নীচে


মুম্বই, ২৪ জানুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক বাজারে মন্দার জন্য ভারতে নামল শেয়ার সূচক। এই নিয়ে টানা পাঁচদিন শেয়ার সূচকের পতন অব্যাহত রয়েছে।সোমবার বেলা সাড়ে ১২ টায় বিএসই সেনসেক্স নামে ১০৫৬ পয়েন্ট। ১.৭৯ শতাংশ নেমে ওই সূচক স্থির হয় ৫৭৯৮১-এর ঘরে। নিফটিও ৩১৭ পয়েন্ট বা ১.৮০ শতাংশ নেমে ১৭৩০১-এর ঘরে স্থির হয়।

এদিন বিভিন্ন মিড ক্যাপ ও স্মল ক্যাপ শেয়ারের দাম কমেছে। নিফটির মিড ক্যাপ ইনডেক্স নেমেছে ১০০ পয়েন্ট বা ৩.৩৭ শতাংশ। স্মল ক্যাপ শেয়ার নেমেছে ৪.২০ শতাংশ। আগামী দিনেও বাজারে মন্দা ভাব বজায় থাকবে বলে শেয়ার বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছেন।নিফটিতে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে জেএসডব্লু স্টিলের দাম ৩.৪১ শতাংশ কমে হয়েছে ৬৪৩.৫৫ টাকা। অন্যান্য যে শেয়ারগুলির দাম কমেছে, তাদের মধ্যে আছে দিভি ল্যাব হিন্ডালকো, বাজাজ ফিনসার্ভ এবং এইচডিএফসি লাইভ। জোম্যাটোর শেয়ারের দাম ১৮.৪৮ শতাংশ এবং পেটিএমের শেয়ারের দাম ৫.৬৪ শতাংশ কমেছে।
বিএসই-র অন্তর্ভুক্ত শেয়ারগুলির মধ্যে উইপ্রো, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, টাইটান, এশিয়ান পেন্টস এবং বাজাজ ফিনসার্ভের দাম কমেছে ২.৮৩ শতাংশ পর্যন্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য