নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। শরদ পওয়ার কোভিডে আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে এনসিপি সুপ্রিমোর শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। শরদ পওয়ারের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রতি প্রধানমন্ত্রীর উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন এনসিপি প্রধান।
সোমবার শরদ পওয়ার নিজেই টুইট করে জানান তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। টুইটে এনসিপি প্রধান জানান, আমি করোনা-আক্রান্ত হলেও চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ তো চিৎিসা নিচ্ছি। তাঁর সান্নিধ্যে সম্প্রতি যাঁরা এসেছিলেন সকলকে কোভিড টেস্ট করার অনুরোধ জানিয়েছেন পওয়ার। এই টুইটের কিছু পরে আরও একটি টুইট করে তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।