নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার বিজয়ীদের সঙ্গে কথা বললেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ বছরের বিজয়ীদের ব্লক চেইন প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার-২০২১-এর বিজয়ীদেরও শংসাপত্র দেওয়া হবে, যারা গত বছর কোভিড পরিস্থিতির কারণে শংসাপত্র নিতে পারেনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় রবিবার জানিয়েছে, ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ২০২২ এবং ২০২১ সালের জন্য রাষ্ট্রীয় বাল পুরস্কারপ্রাপকদের হাতে ডিজিটাল শংসাপত্র প্রদান করা হবে। পুরস্কার বিজয়ীদের সার্টিফিকেট প্রদানের জন্য এই প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে।
ভারত সরকার উদ্ভাবন, সমাজসেবা, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি এবং সাহসিকতা নামে ছয়টি বিভাগে তাদের ব্যতিক্রমী কৃতিত্বের জন্য শিশুদের পুরস্কার প্রদান করা হয়। এই বছর, বাল শক্তি পুরস্কারের বিভিন্ন বিভাগের জন্য সারা দেশ থেকে ২৯ জন শিশুকে নির্বাচিত করা হয়েছে। পুরস্কারপ্রাপকরাও প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেন। প্রত্যেক পুরস্কারপ্রাপককে একটি পদক, নগদ এক লাখ টাকা এবং একটি শংসাপত্র দেওয়া হবে। নগদ পুরস্কার বিজয়ীদের নিজ নিজ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।