নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : করোনার প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনায় আক্রান্ত হলে, কবে বুস্টার ডোজ নেওয়া যাবে, তা নিয়ে ধন্দ বাড়ছিল। কেন্দ্রের তরফে পাঠানো নয়া গাইডলাইনে বলা হয়েছে, প্রিকশন ডোজ বা বুস্টার শট নেওয়ার আগে কেউ করোনায় আক্রান্ত হলে, সুস্থ হয়ে ওঠার পর তাঁকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শুধু প্রিকশন ডোজ নয়, কোভিডের অন্যান্য ডোজ নেওয়ার ক্ষেত্রেও একই নির্দেশ মনে চলতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ও মিশন ডিরেক্টর বিকাশ শীল শুক্রবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বিজ্ঞানসম্মত নথিপত্রের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভ্যাকসিন কারা নিতে পারবেন, তা নিয়ে আগেও একই গাইডলাইন ছিল কেন্দ্রের।
ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্বদের অগ্রাধিকারের ভি্ত্তিতে প্রিকশন ডোজ দেওয়া হবে। সেইমতো জাতীয় কোভিড টিকাকরণ প্রোগ্রামের আওতায় ১০ জানুয়ারি থেকে প্রিকশন ডোজ শুরু হয়েছে। তার আগেই, ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের মধ্যে টিকাকরণও চালু হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় এটাও বলা হয়েছে, কোভিডের দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস, অর্থাৎ ৩৭ সপ্তাহ পর প্রিকশন ডোজ নেওয়া যাবে, তার আগে নয়।