Sunday, February 9, 2025
বাড়িখেলাপ্রয়াত সুভাষ ভৌমিক, শোকের আবহ কলকাতা ময়দানে

প্রয়াত সুভাষ ভৌমিক, শোকের আবহ কলকাতা ময়দানে

কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। শনিবার ভোররাতে একবালপুরের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘ দিন ধরেই সুগার এবং কিডনির অসুখে ভুগছিলেন সুভাষ ভৌমিক। গত প্রায় সাড়ে তিন মাস ধরে তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হয়েছে। শেষ পর্যন্ত বুকে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি ছিলেন একবালপুরের একটি নার্সিংহোমে। সেখান থেকে আর বাড়ি ফেরা হল না, না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।ময়দানে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের হয়েই খেলেছেন সুভাষ ভৌমিক। ১৯৭০-এ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি। খেলেছেন মারডেকা কাপেও। ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ছাড়াও গোয়ার একাধিক ক্লাবের কোচ ছিলেন। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া, শোকের ছায়া রাজ্যের ক্রীড়া মহলেও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য