বেঙ্গালুরু, ২২ জানুয়ারি (হি.স.): ফের করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। দেবেগৌড়ার শরীরে করোনার কোনও উপসর্গ নেই, স্থিতিশীল রয়েছেন তিনি। এখন ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে। এই নিয়ে দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেবেগৌড়া। তাঁর সান্নিধ্যে যাঁরা যাঁরা সম্প্রতি এসেছিলেন, তাঁদের সকলকে করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার অফিস থেকে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ও জনতা দল (সেক্যুলার)-এর সভাপতি এইচ ডি দেবেগৌড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই এবং স্থিতিশীল রয়েছেন। এই মুহূর্তে কোভিড প্রোটোকল অনুযায়ী সমস্ত বিধি মেনে চলছেন তিনি। মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন দেবেগৌড়া। সেই থেকে তিনি স্থিতিশীল রয়েছেন। গুরুত্বপূর্ণ মাপকাঠি স্বাভাবিক রয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তিনি ভালোই আছেন এবং রুম থেকেই সমস্ত কাজ করছেন। সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।