নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): সুশাসনে জেলা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শনিবার দেশের বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে মতবিনিময়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা শাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এই আলাপচারিতায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরও অংশ নেন। সুশাসনে জেলা প্রশাসনের ভূমিকা কতটা বেশি তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “সুশাসনে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসনই সরকারকে আরও ভাল উপায়ে প্রকল্পগুলি বাস্তবায়নে সহায়তা করে।”
প্রধানমন্ত্রী বলেছেন, “প্রতিটি জেলাকে অন্যদের সাফল্য থেকে শিক্ষা নিতে হবে এবং সেই সমস্ত জেলার চ্যালেঞ্জগুলিকে মূল্যায়ন করতে হবে।” প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক আরও দৃঢ় করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।” প্রধানমন্ত্রীর কথায়, “উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে উন্নয়নের জন্য প্রশাসন এবং জনসাধারণের মধ্যে সরাসরি যোগাযোগ, মানসিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ধরণের ‘উপর থেকে নীচে’ এবং ‘নিচ থেকে শীর্ষ’ শাসনের প্রবাহ।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “উচ্চাকাঙ্খী জেলায় যাঁরা বসবাস করেন তাঁদের এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে। এই মানুষগুলি জীবনের বেশিরভাগ সময় বঞ্চনার মধ্যে, কষ্টে কাটিয়েছে। তাঁরা প্রতিটি ছোট জিনিসের জন্য কঠোর পরিশ্রম করতেন। সে জন্য তাঁরা ঝুঁকি নিতে, সাহস দেখাতে প্রস্তুত।” ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেছেন, “ডিজিটাল ইন্ডিয়ার রূপে দেশ এক নীরব বিপ্লবের সাক্ষী হচ্ছে। এতে আমাদের কোনও জেলা পিছিয়ে থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডিজিটাল পরিকাঠামো আমাদের প্রতিটি গ্রামে পৌঁছতে হবে, সেবা ও সুবিধার দরজায় ধাপে পৌঁছে দেওয়ার মাধ্যম হয়ে উঠতে হবে।”