নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): ডিলিমিটেশনের পরই বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে, তারপরই ফিরিয়ে দেওয়া হবে রাজ্যের মর্যাদা। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে জেলা সুশাসন সূচক (ডিজিজিআই)-এর সূচনা করেছেন কেদঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, “ডিলিমিটেশন শুরু হয়েছে এবং শীঘ্রই ভোটগ্রহণ হবে। আমি লোকসভায় আশ্বাস দিয়েছি, জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হলেই জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।”
জম্মু ও কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। চলতি বছর রেকর্ড সংখ্যক পর্যটক জম্মু ও কাশ্মীর এসেছেন । সরকারী প্রকল্প থেকে মানুষ সরাসরি সুবিধা পাচ্ছেন।”