নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): গ্রানাইট দিয়ে তৈরি নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিরাট মূর্তি বসবে ইন্ডিয়া গেটে। দেশবাসীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছে, তখন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিরাট মূর্তি বসবে ইন্ডিয়া গেটে।
প্রধানমন্ত্রী এদিন টুইট করে আরও জানিয়েছেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিশালাকার মূর্তির নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত, তাঁর একটি হলোগ্রাম মূর্তি আপাতত একই জায়গায় থাকবে। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নিজেই সেই হলোগ্রাম মূর্তি উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই মূর্তিই হবে নেতাজির প্রতি দেশের প্রকৃত সম্মান।