ক্রীড়া প্রতিনিধি ।। প্রীতি ক্রিকেটে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের জয় অব্যাহত। ৫০তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি ৫০ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। পুণ্য দিনে শুক্রবার এই ম্যাচের আয়োজক ছিল বিশালগড় প্রেসক্লাব। কড়ুইমুরা মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ের সুবাদে পাওয়া চ্যাম্পিয়ন ট্রফি জেআরসি-র পক্ষ থেকে ‘রেড রিবনস্ ট্রফি’ নামে উৎসর্গ করা হয়েছে।
ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির তরফ থেকে এই ম্যাচ স্পন্সর করার মধ্য দিয়ে সামাজিক সচেতনতা বোধ জাগ্রত করার প্রয়াস নেয়া হয়েছে। বিজয়ী জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এবং আয়োজক বিশালগড় প্রেসক্লাবের পক্ষ থেকেও সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকদের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। শুরুতে টস জিতে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের অধিনায়ক অভিষেক দে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং সীমিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে দল ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুব্রত দেবনাথ ৬ টি ওভার বাউন্ডারি এবং দুইটি বাউন্ডারি হাঁকিয়ে সর্বাধিক ৫১ রান সংগ্রহ করে বেশ নজর কেড়েছেন। এছাড়া মনোজিৎ দাসের ৩৩ এবং মেঘধন দেবের ২৪ রান উল্লেখযোগ্য। বিশ্বজিৎ দেবনাথের ১৪ রান ও প্রসেনজিৎ সাহার ১২ রানও জেআরসি-র বড় রানে বিশেষ ভূমিকা রেখেছে।
বিশালগড় প্রেস ক্লাবের ওয়াসিম আকরাম, আকাশ মিয়া, গৌতম ঘোষ ও মাসুকুল ইসলাম প্রত্যেকে দুটি করে উইকেট তুলে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় প্রেসক্লাব ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৬ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ওয়াসিম আকরাম সর্বাধিক ৬৯ রান সংগ্রহ করে সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতে নিয়েছেন। এছাড়া, গৌতম ঘোষের ২৩ ও মৃণাল হোসেনের ২০ রানও উল্লেখ করার মতো। জেআরসি-র অনির্বাণ দেব ১০ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করে সেরা বোলারের পুরস্কার পেয়েছেন। এছাড়া, বিশ্বজিৎ দেবনাথ দুটি এবং অভিষেক দে, দিব্যেন্দু দে ও বিশ্বজিত সরকার প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন। সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন ওয়াসিম আকরাম এবং ম্যাচের সেরা হয়েছেন মনোজিৎ দাস। কৌশিক সমাজপতি এবং তাপস দেবও দুর্দান্ত খেলেছেন। ম্যাচ শুরুর আগে অতিথিবর্গ পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, এসডিএম জয়ন্ত ভট্টাচার্য, বিশালগড় পি এস-এর ওসি ডি এস পি দেবাশিষ সাহা যেমন আয়োজকদের ভূয়সী প্রশংসা করে উৎসাহ যুগিয়েছেন, তেমনি খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সচিব তাজুল ইসলাম, সমীর ভৌমিক, জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি শান্তনু ভৌমিক প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলার ধারাভাষ্যে তাজুল ইসলাম যেমন বিশেষ ভূমিকা রেখেছেন, তেমনি জেআরসি-র সম্পাদক অভিষেক দে এধরনের প্রীতি ম্যাচ নিয়মিত জারি রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।