নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ভারতের প্রকৃত শক্তি ও সঙ্কল্পের প্রতীক হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। নেতাজিকে প্রণাম জানিয়ে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খোঁচা দিয়েছেন কংগ্রেসকে, অমিত শাহ টুইটে লিখেছেন, ভারতমাতার বীর সন্তানের অমর অবদানকে ভুলে যেতে কোনও কসরত বাকি রাখেনি কংগ্রেস। দিল্লির ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তি। গ্রানাইট পাথর দিয়ে তৈরি হতে চলেছে এই মূর্তি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দু’টি টুইটের প্রথমে টুইটে অমিত লিখেছেন, “প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিরাট মূর্তি বসানো হবে, সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর। কিংবদন্তি নেতাজির প্রতি যথার্থ শ্রদ্ধা, যিনি ভারতের স্বাধীনতার জন্য সব কিছু করেছিলেন।” দ্বিতীয় টুইটে অমিত শাহ লেখেন, “ভারতের প্রকৃত শক্তি ও সঙ্কল্পের প্রতীক হলেন নেতাজি। বীর সন্তানের অমর অবদানকে ভুলে যেতে কোনও কসরত বাকি রাখেনি কংগ্রেস। নেতাজির ১২৫ তম জয়ন্তীতে ইন্ডিয়া গেটে তাঁর মূর্তি বসানোর প্রধানমন্ত্রীর ঘোষণা আমাদের প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।”