নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ভোট আসছে উত্তর প্রদেশে, তার আগে উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা করল কংগ্রেস। শুক্রবার দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২০ লক্ষ কর্মসংস্থানের, তার মধ্যে ৮ লক্ষ শুধুমাত্র মহিলাদের জন্য।
এদিন উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা করার পর উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এই ইস্তেহার তৈরির আগে উত্তর প্রদেশের যুব প্রজন্মের সঙ্গে আমরা কথা বলেছি, কর্মসংস্থানের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।” কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, “আমাদের বিশ্বাস হল ভারতের এখন নতুন সংস্করণের প্রয়োজন। বিজেপির সংস্করণ পুরোপুরি ব্যর্থ হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা বাড়িয়েছেন প্রিয়াঙ্কা। কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে ইস্তেহার প্রকাশের কর্মসূচিতে তাঁকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? তার উত্তরে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আপনি কি অন্য কোনও মুখ দেখতে পাচ্ছেন?’’ প্রিয়াঙ্কার এই কথাতেই জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে তা হলে তিনিই কি উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ?