নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): কোভিড-সংক্ৰমণ নিম্নমুখী হতেই বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। দিল্লিতে সপ্তাহ শেষের কারফিউ শিথিল করার সুপারিশ করেছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার। সেই সম্পর্কিত সুপারিশ দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজলের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু শুক্রবার এ সংক্রান্ত সুপারিশ খারিজ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল। ফলে দিল্লিতে আপাতত লাগু থাকছে সপ্তাহান্তের কারফিউ। বর্তমান পরিস্থিতির গুরুত্বের কথা ভেবে আপাতত সাপ্তাহান্তিক কারফিউ প্রত্যাহার না করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে বেসরকারি দফতরগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু করার জন্য দিল্লি সরকারের প্রস্তাবে সায় দিয়েছেন তিনি।
কোভিড-সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে দিল্লিতে লাগু করা হয়েছিল সপ্তাহান্তের কারফিউ। শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল পাঁচটা পর্যন্ত দিল্লিতে বলবৎ থাকত সপ্তাহান্তের কারফিউ। কিন্তু, কোভিড-সংক্ৰমণ কমতেই সপ্তাহান্তের কারফিউ তুলে নিতে চেয়েছিল দিল্লি সরকার। পাশাপাশি মার্কেট থেকে জোড়-বিজোড় নীতিও তুলে নেওয়ার পক্ষে সুপারিশ করেছে দিল্লি সরকার। কিন্তু, সপ্তাহান্তের কারফিউ তুলে নেওয়ার বিষয়ে কেজরিওয়ালের সুপারিশ মানলেন না অনিল বাইজল।