নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): দেশই তাঁর কাছে সর্বাগ্রে, বিজেপি-তে যোগ দিয়ে বললেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। একইসঙ্গে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে তিনি মুগ্দ্ধ। অপর্ণা যাদব হলেন মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী। বুধবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও উত্তর প্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্রদেব সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন অপর্ণা যাদব। বিজেপি-তে যোগ দেওয়ার পর অপর্ণা বলেছেন, “বিজেপির প্রতি আমি কৃতজ্ঞ। আমার কাছে দেশই সর্বাগ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে আমি উদ্বুদ্ধ।”
যাবতীয় জল্পনাকে সত্যি করে বুধবার সকালেই মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যোগ দিয়েছেন বিজেপি-তে। উত্তর প্রদেশে ভোটের আগে সমাজবাদী পার্টির কাছে এটা বড় ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলের। সাম্প্রতিক অতীতে অপর্ণাকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের প্রশংসা করতে শোনা গিয়েছিল। তখনই জল্পনা তৈরি হয়, তা হলে কি তিনি বিজেপিতে যোগ দেবেন, বুধবার সেই জল্পনাই সত্যি হল।