Monday, February 17, 2025
বাড়িজাতীয়এনডিআরএফ-এর সাহস ও পেশাদারিত্ব সত্যিই প্রেরণাদায়ক : প্রধানমন্ত্রী

এনডিআরএফ-এর সাহস ও পেশাদারিত্ব সত্যিই প্রেরণাদায়ক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সাহস ও পেশাদারিত্বকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এনডিআরএফ-এর স্থাপনা দিবসে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “স্থাপনা দিবসে কঠোর পরিশ্রমী এনডিআরএফ-এর টিমকে শুভেচ্ছা। ভীষণ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বহু উদ্ধার ও ত্রাণের কাজে তাঁরাই সর্বাগ্রে থাকেন। এনডিআরএফ-এর সাহস ও পেশাদারিত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাঁদের ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।”
প্রধানমন্ত্রী এদিন টুইট করে আরও জানিয়েছেন, “সরকার ও নীতিনির্ধারকদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিক্রিয়াশীল পদ্ধতির পাশাপাশি, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলি দুর্যোগের পরে পরিস্থিতি প্রশমিত করে, আমাদেরকে দুর্যোগ প্রতিরোধী ইন্ফ্রাস্ট্রাকচারের কথাও ভাবতে হবে এবং এই বিষয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে।” মোদী আরও জানিয়েছেন, “এনডিআরএফ টিমের দক্ষতা আরও নিপুন করার জন্য আমরা কাজ করছি, যাতে যে কোনও চ্যালেঞ্জের সময় আমরা জীবন ও সম্পত্তি বাঁচানো সম্ভব হয়।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য