লখনউ, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না, তা আজমগড়ের জনগণের ওপর ছেড়ে দিলেন অখিলেশ যাদব। বুধবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, আজমগড়ের জনগণের অনুমতি নিয়ে ভোটে লড়ব। এই আজমগড়েরই সাংসদ হলেন অখিলেশ।
এতদিন শোনা যাচ্ছিল ভোটে লড়বেন না অখিলেশ, কিন্তু বুধবার সবটাই আজমগড়ের জনগণের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।বুধবার সকালেই বিজেপিতে যোগ দিয়েছেন অখিলেশ যাদবের ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদব। এ প্রসঙ্গে এদিন অখিলেশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রথমেই তাঁকে অনেক অনেক অভিনন্দন। সমাজবাদী পার্টির আদর্শ প্রসারিত হচ্ছে তাতে আমি খুশি…নেতাজি (মুলায়ম সিং যাদব) তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন।”