নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): কিছু দিন পরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে বুধবার প্রথম দফার ভোটের জন্য তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারকা প্রচারক হিসেবে মোট ৩০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই নাম তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সাংসদ হেমা মালিনী প্রমুখ।
কিন্তু, উত্তর প্রদেশ ভোটে বিজেপির তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ পড়েছে মানেকা গান্ধী ও বরুণ গান্ধীর। মা ও ছেলে বেশ কয়েকবার সুলতানপুর ও পিলভিট থেকে জিতেছেন। ৩০ জনের তালিকায় নাম রয়েছে উত্তর প্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্ৰদেব সিং, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, মুখতার আব্বার নকভি, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য প্রমুখের নাম।