Sunday, February 16, 2025
বাড়িজাতীয়বারাণসীর বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ মোদীর, ভোট ও কৃষি নিয়ে আলোচনা

বারাণসীর বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ মোদীর, ভোট ও কৃষি নিয়ে আলোচনা

নয়াদিল্লি ও বারাণসী, ১৮ জানুয়ারি (হি.স.): নিজের সংসদীয় কেন্দ্র উত্তর প্রদেশের বারাণসীর বিজেপির কর্মীদের সঙ্গে বার্তালাপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী।

এই বার্তালাপে ভোটদানের গুরুত্ব, কৃষিকাজ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপে প্রধানমন্ত্রী এদিন বলেন, “প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের গুরুত্ব কতটা তা জনগণকে আমাদের বোঝাতে হবে।”

প্রাকৃতিক কৃষিকাজের ওপর জোর দিতেও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের প্রাকৃতিক চাষে জোর দিতে হবে। রাসায়নিকমুক্ত চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা উচিত। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে আমাদের সবাইকে সংযুক্ত করা উচিত।” এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বারাণসীর বিজেপি কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য