পটনা, ১০ জানুয়ারি (হি.স) : এক এক করে অনেক মন্ত্রীই কোভিড আক্রান্ত হয়েছেন। এবার কোভিড আক্রান্ত হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
সোমবার বিহারের মুখ্যমন্ত্রীর সচিবালয় জানিয়েছে, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কোভিড আক্রান্ত। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তিনি আর্জি জানিয়েছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেদের খেয়াল রাখেন এবং উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে যেন কোভিড টেস্ট করিয়ে নেন।”
গত সপ্তাহে নীতীশের সঙ্গে দেখা করেছিলেন ১১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে বিহার সরকার সূত্রে। গত সপ্তাহে দুই উপমুখ্যমন্ত্রী-সহ বিহারের একাধিক মন্ত্রীর কোভিড আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল। যার জেরে মুখ্যমন্ত্রী তাঁর একাধিক কর্মসূচি বাতিল করে দেন। এদিন জানা গেল, তিনিও সংক্রামিত হয়ে পড়েছেন।