Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়অতিরিক্ত পুলিশ কমিশনার সহ দিল্লিতে প্রায় একহাজার পুলিশকর্মী করোনা আক্রান্ত

অতিরিক্ত পুলিশ কমিশনার সহ দিল্লিতে প্রায় একহাজার পুলিশকর্মী করোনা আক্রান্ত

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স) : ফের করোনাভাইরাস সংক্রমণ প্রকোপ দেখাতে শুরু করেছে দিল্লিতে। পার্লামেন্ট থেকে সুপ্রিম কোর্ট এবং ডাক্তার থেকে পুলিশকর্মীরাও ভাইরাসের কবলে আসতে শুরু করেছে।

দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক এবং অতিরিক্ত কমিশনার চিন্ময় বিসওয়াল সহ প্রায় একহাজার কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সকল পুলিশ কর্মী বর্তমানে আইসোলেশনে রয়েছেন। দিল্লি পুলিশের আশি হাজারের এরও বেশি কর্মী রয়েছে।

সম্প্রতি, দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা পুলিশ কর্মীদের মধ্যে করোনা আক্রান্ত রোধ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করেছেন। এসওপি অনুসারে, সমস্ত পুলিশ কর্মীদের ডিউটিতে থাকাকালীন মুখোশ পরতে হবে, সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে এবং সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে হবে। এতে বলা হয়েছে, “যেসব কর্মীরা চিকিৎসাগত কারণে অ্যান্টি-কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ পাননি তারা আবার টিকা দেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য