নয়াদিল্লি, ২ জুন (হি.স.): দেশের সমস্ত সেক্টরকে কেন্দ্রীভূত করে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়তে কাজ করছে সরকার। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারতকে একটি গ্লোবাল পাওয়ার হাউস হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতার সময় অর্থনীতি, প্রতিরক্ষা, শিক্ষা, শাসন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
দেশের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরক্ষা সেক্টরে রূপান্তর মূলক পরিবর্তন করেছে সরকার। তিনি বলেন, সরকার ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য অত্যাধুনিক অস্ত্র তৈরির ওপর জোর দিয়েছে। তিনি বলেন, সম্প্রতি দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন এক লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।