Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়বিগত ৯ বছরে নেওয়া সমস্ত সিদ্ধান্ত মানুষের উন্নতিকল্পে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

বিগত ৯ বছরে নেওয়া সমস্ত সিদ্ধান্ত মানুষের উন্নতিকল্পে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): বিগত ৯ বছরে মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে দেশজুড়ে শুরু হয়েছে বিজেপির মহাজনসম্পর্ক অভিযান। নিজ সরকারের ৯ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী মোদী জানালেন, বিগত ৯ বছরে নেওয়া সমস্ত সিদ্ধান্ত মানুষের উন্নতিকল্পে নেওয়া হয়েছে।

মঙ্গলবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিগত ৯ বছরে ভারত উন্নয়নের একটি নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। এটা জন-অংশগ্রহণের ফল, দরিদ্র হোক বা বঞ্চিত, নারী শক্তি হোক বা যুবশক্তি, প্রতিটি শ্রেণির ক্ষমতায়ন হয়েছে। এই সময় দেশের সব ক্ষেত্রে উদ্ভাবনের দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী মোদী টুইট করে আরও জানিয়েছেন, বিগত ৯ বছর ধরে, আমরা ভারতের দরিদ্রতমদের মর্যাদা সমুন্নত রাখতে এবং জীবিকা বাড়াতে চেষ্টা করেছি। অসংখ্য উদ্যোগের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছি। আমাদের লক্ষ্য অব্যাহত রয়েছে – প্রতিটি নাগরিককে উন্নত করা এবং তাদের স্বপ্ন পূরণ করা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য