নয়াদিল্লি, ৩০ মে (হি.স): হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। দুই জনজাতির সংঘর্ষে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৭৫ জন। মণিপুরের পরিস্থিতি নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে কংগ্রেস। মণিপুরের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠনের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেস।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে। ছিলেন কে সি বেনুগোপালও। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, আমরা মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপি পেশ করেছি। সুপ্রিম কোর্টের একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ-স্তরের তদন্ত কমিশন গঠন-সহ আমরা ১২টি দাবি উত্থাপন করেছি।