Thursday, January 23, 2025
বাড়িজাতীয়নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের, ১৯টি দল জানাল সংসদ থেকে...

নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের, ১৯টি দল জানাল সংসদ থেকে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশের ১৯টি বিরোধী রাজনৈতিক দল। বুধবার ১৯টি বিরোধী দল যৌথভাবে জানিয়েছে, সংসদ থেকে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। এই ১৯টি বিরোধী দল হল-কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, জেডিইউ, আম আদমি পার্টি, এনসিপি, শিবসেনা (উদ্ধব ঠাকরে), সিপিআই (এম), সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনাল কনফারেন্স, কেরল কংগ্রেস (মনি), আরএসপি, ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে), এমডিএমকে ও রাষ্ট্রীয় লোক দল।

আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনী অনুষ্ঠান ডিকট করার সিদ্ধান্ত নিয়েছে ১৯টি বিরোধী দল। একটি যৌথ বিবৃতি জারি করে এই দলগুলি জানিয়েছে, “যখন সংসদ থেকে গণতন্ত্রের আত্মা কেড়ে নেওয়া হয়েছে, তখন আমরা এই নতুন ভবনের কোনও অর্থ খুঁজে পাই না।” বিরোধীদের উদ্দেশে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “আমি তাঁদের বলতে চাই এটি একটি ঐতিহাসিক ঘটনা। এটি রাজনীতির সময় নয়। আমি তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য