Thursday, March 28, 2024
বাড়িজাতীয়আদানিকাণ্ডের তদন্তে সেবিকে তিন মাস বাড়তি সময় দিল শীর্ষ আদালত

আদানিকাণ্ডের তদন্তে সেবিকে তিন মাস বাড়তি সময় দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১৭ মে (হি. স.) : আদানিকাণ্ডের তদন্ত শেষ করতে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে (সেবি) বাড়তি তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। তদন্তের জন্য ছয় মাস বাড়তি সময় চেয়েছিলেন সেবির আইনজীবী। বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘তদন্তের জন্য অনির্দিষ্টকাল পর্যন্ত সময় দেওয়া সময় নয়। আগামী ১৪ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।’ পাশাপাশি শীর্ষ আদালত গঠিত বিচারপতি সাপ্রের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট নিয়ে আগামী ১১ জুলাই শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

গত ২৪ জানুয়ারি গৌতম আদানির মালিকাধীন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে এক রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। আর ওই রিপোর্টের পরেই হু-হু করে আদানি গোষ্ঠীর মালিকাধীন বিভিন্ন সংস্থার শেয়ার দরে ধস নামে। যৌথ সংসদীয় কমিটির দাবিতে সংসদে সোচ্চার হয় বিরোধীরা। যদিও সরকারের পক্ষ থেকে ওই দাবি খারিজ করে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য