Sunday, February 9, 2025
বাড়িজাতীয়দেশব্যাপী ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু, মনসুখ জানালেন সুরক্ষিত হচ্ছে তরুণ ভারত

দেশব্যাপী ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু, মনসুখ জানালেন সুরক্ষিত হচ্ছে তরুণ ভারত


নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দেশব্যাপী শুরু হয়ে গিয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। সোমবার সকাল থেকে দিল্লি থেকে গুজরাট, পশ্চিমবঙ্গ থেকে জম্মু-কাশ্মীর, কেরল থেকে পুদুচেরি-দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের সূচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানিয়েছেন, “সুরক্ষিত হচ্ছে তরুণ ভারত।

” কিশোর-কিশোরীদের কাছে টিকা নেওয়ার আবেদন জানিয়ে মনসুখ টুইটারে আরও লেখেন, “আমার সমস্ত তরুণ বন্ধুদের দ্রুত টিকা নেওয়ার জন্য ও বিশ্বের বৃহত্তম টিকাদান অভিযানকে আরও শক্তিশালী করার জন্য অনুরোধ করছি।”
অসম : অসমে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযানের সূচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ডিব্রুগড়ের দুলিয়াজানে অয়েল ইন্ডিয়া হাইয়ার সেকেন্ডারি স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযানের সূচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সেবার যুগ্ম পরিচালক ডাঃ কৃষ্ণা কেমপ্রাই জানিয়েছেন, সোমবার শুধুমাত্র ডিব্রুগড় জেলায় ৬ হাজার ১৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।

দিল্লি : রাজধানী দিল্লিতেও এদিন শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। টিকা নেওয়ার জন্য সকাল থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে ভিড় লক্ষ্য করা গিয়েছে। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে টিকা নেওয়ার পর একজন প্রাপক জানিয়েছেন, “শুধু টিকা নিলেই হবে না, আমাদের সতর্ক হতে হবে। নিজেদের নিরাপত্তার জন্য সতর্ক হতে হবে।”



চন্ডীগড় : কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়েও সোমবার থেকেই শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ।

পশ্চিমবঙ্গ : পশ্চিমবঙ্গে টিকা নেওয়ার জন্য বেশ উৎসাহ চোখে পড়েছে এদিন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে। কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার স্কুলে এদিন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড-টিকা দেওয়া হয়েছে।

গুজরাট : গুজরাটের আহমেদাবাদ, সুরাট-সর্বত্রই এদিন শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে টিকা নিয়ে খুশি কিশোয়ার-কিশোরী, তরুণ-তরুণীরা।

উত্তর প্রদেশ : উত্তর প্রদেশেও এদিন থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “উত্তর প্রদেশে ১৫-১৮ বছর বয়সী ১.৪ কোটি কিশোর-কিশোরী রয়েছে। শিশুদের টিকা দেওয়ার জন্য রাজ্যজুড়ে ২,১৫০টি বুথ স্থাপন করা হয়েছে।” ওমিক্রন প্রসঙ্গে এদিন যোগী বলেন, “ওমিক্রন দ্রুত ছড়ায় কিন্তু খুব হালকা রোগ সৃষ্টি করে। ভাইরাস দুর্বল হয়ে গিয়েছে। এটি ভাইরাল জ্বরের মতো, তবে সতর্কতা প্রয়োজন। আতঙ্কিত হওয়ার দরকার নেই।”

পাশাপাশি এদিন থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক-সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। পুদুচেরির কাটারাগামার একটি সরকারি স্কুলে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের সূচনা করেছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিবিএমপি সরকারি হাইস্কুলে কিশোর-কিশোরীদের টিকাকরণের সূচনা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ্ বোম্মাই। মধ্যপ্রদেশে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের সূচনা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য