বাস্তি (উত্তর প্রদেশ), ৩ জানুয়ারি (হি.স.): বিরোধীদের ফের বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বললেন, বিজেপি মানুষকে ঐক্যবদ্ধ করেছে, বিরোধীরা বিভক্ত করেছে। আমরা জনগণকে বলেছি, সবার সহযোগিতা, সবার উন্নয়ন, সবার বিশ্বাস, সবার প্রচেষ্টা। তাঁরা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করেছে।
সোমবার উত্তর প্রদেশের বাস্তির জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, “উত্তর প্রদেশের ৬টি স্থান থেকে যে জন বিশ্বাস যাত্রা শুরু হয়েছিল, তা সমাপ্ত হয়েছে সোমবার। প্রায় ৪০৩ বিধানসভা কেন্দ্র ঘুরে, ৪ কোটির বেশি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর এই যাত্রা শেষ হয়েছে। জন বিশ্বাস যাত্রায় আমাদের হাজার হাজার কর্মী অংশ নিয়েছেন। আমি জানতে চাই, অখিলেশজি, মায়াবতীজি কী জন বিশ্বাস যাত্রা বের করার সাহস দেখতে পারবেন? এটাই বিজেপির সঙ্গে অন্যান্য দলের সংস্কৃতির পার্থক্য।”
বিরোধীদের কটাক্ষ করে নাড্ডা বলেছেন, “বিজেপি মানুষকে ঐক্যবদ্ধ করেছে, বিরোধীরা বিভক্ত করেছে। আমরা জনগণকে বলেছি, সবার সহযোগিতা, সবার উন্নয়ন, সবার বিশ্বাস, সবার প্রচেষ্টা। তাঁরা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করেছে। যাঁরা ভোটব্যাঙ্কের রাজনীতি করেন, তাঁদের অনেক খারাপ পরিস্থিতি। কারণ ভোটব্যাঙ্কের রাজনীতিকে সমাপ্ত করে দিয়েছেন মোদীজি। জাতপাত, আঞ্চলিকতা, বংশবাদ, তুষ্টিকরণ সবই এখন শেষ হয়েছে।” অখিলেশকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “যুবকদের ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অখিলেশ সরকার। এ জন্য ১৫ লক্ষ ল্যাপটপ কেনা হলেও বিতরণ করা হয়েছে মাত্র ৬ লক্ষ ২৫ হাজার, বাকি ল্যাপটপ গেল কোথায়? যোগীজির সরকার যুবকদের মধ্যে ১ লক্ষ ল্যাপটপ এবং স্মার্ট ফোন বিতরণ করেছেন, পরবর্তীতে ১ কোটি যুবককে ল্যাপটপ এবং স্মার্ট ফোন দেওয়া হবে।”