Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ১,৭০০, সুস্থ হয়েছেন ৬৩৯ জন : স্বাস্থ্যমন্ত্রক

ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ১,৭০০, সুস্থ হয়েছেন ৬৩৯ জন : স্বাস্থ্যমন্ত্রক


নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দ্রুততার সঙ্গে লাফিয়ে-লাফিয়ে ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন! সোমবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ হাজার ৭০০ জন, ওমিক্রনে সংক্রমিত ১,৭০০ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৬৩৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৭০০-তে পৌঁছেছে, মোট ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে মহারাষ্ট্র, তারপরই দিল্লি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সোমবার সকালের বুলেটিনে জানিয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত ৫১০ জন, দিল্লিতে ৩৫১ জন, কেরলে ১৫৬ জন, গুজরাটে ১৩৬ জন, তামিলনাড়ুতে ১২১ জন, রাজস্থানে ১২০ জন, তেলেঙ্গানায় ৬৭ জন, কর্ণাটকে ৬৪ জন, হরিয়ানায় ৬৩ জন, ওডিশায় ৩৭ জন, পশ্চিমবঙ্গে ২০ জন, অন্ধ্রপ্রদেশে ১৭ জন, মধ্যপ্রদেশে ৯ জন, উত্তর প্রদেশে ৮ জন, উত্তরাখণ্ডে ৮ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দু’জন, গোয়ায় একজন, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন, মণিপুরে একজন ও পঞ্জাবে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন একজন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ১,৭০০ জনের মধ্যে ইতিমধ্যেই ৬৩৯ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ১৯৩ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, কেরলে একজন, গুজরাটে ৮৫ জন সুস্থ হয়েছেন, তামিলনাড়ুতে ৯৮ জন, রাজস্থানে ৮৬ জন, তেলেঙ্গানায় ২৭ জন, কর্ণাটকে ১৮ জন, হরিয়ানায় ৪০ জন, ওডিশায় একজন, পশ্চিমবঙ্গে ৪ জন, অন্ধ্রপ্রদেশে ৩ জন, মধ্যপ্রদেশে ৯ জনই সুস্থ, উত্তর প্রদেশে ৪ জন, উত্তরাখণ্ডে ৫ জন, চন্ডীগড়ে দু’জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ, লাদাখে একজন ও পঞ্জাবে ওমিক্রনে আক্রান্ত একজন সুস্থ হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য