স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ মে: তীব্র আর্থিক সংকটে দেউলিয়া হয়ে পড়া ভারতের সস্তার এয়ারলাইন্স গো ফার্স্ট আগামী তিন দিন তাদের সব ফ্লাইট বাতিল করেছে।এজন্য ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টিকিটের ‘পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে’ বলেও জানিয়েছে গো ফার্স্ট কর্তৃপক্ষ।২০১৯ সালে জেট এয়ারওয়েজের পতনের পর এই প্রথম ভারতের বড় কোনো এয়ার লাইন অর্থের অভাবে ঋণ খেলাপি হল।গো ফার্স্ট কৃর্তপক্ষ এজন্য যুক্তরাষ্ট্রের ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি ‘প্রাট অ্যান্ড হুইটনি’র দিকে আঙুল তুলেছে। বলেছে, পি অ্যান্ড ডব্লিউ এর কারণে কিছুদিন ধরে তাদের অনেক উড়োজাহাজ অচল হয়ে রয়েছে।
যে কারণ তারা নগদ অর্থের মারাত্মক সংকটে পড়েছে।গো ফার্স্ট এর পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘‘প্রাট অ্যান্ড হুইটনি থেকে ইঞ্জিন সরবরাহ করতে ক্রামগত ব্যর্থ হচ্ছিল এবং সেই সংখ্যা ক্রমে বাড়ছিল। যে কারণে আমাদের কোম্পানি এ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে।”তারা জানান, এ সমস্যার কারণে তাদের ২৫টি উড়োজাহাজ অচল হয়ে পড়ে। যা তাদের মোট বহরের প্রায় অর্ধেক। এজন্য তাদের ১০ হাজার ৮০০ কোটি রুপি লোকসান গুণতে হয়।এয়ারলাইনটি আরো অভিযোগ করে, তারা আলোচনার মাধ্যমে এ সংকট সমাধানে সালিশ ডেকেছিল এবং জরুরি ভিত্তিতে ‘১০টি কার্যক্ষম ইঞ্জিন’ সরবরাহ করতে বলেছিল। কিন্তু প্রাট অ্যান্ড হুইটনি কর্তৃপক্ষ সালিশে হওয়া সিদ্ধান্ত অনুসরণ করেনি।জবাবে প্রাট অ্যান্ড হুইটনি কর্তৃপক্ষ বলেন, তারা ‘২০২৩ সালের মার্চ মাসে হওয়া সালিশের সিদ্ধান্ত অনুসরণ করে যাচ্ছে’।
‘‘এটা এখন যেহেতু আইনি বিষয় তাই আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।”এ বিষয়ে ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যাতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘‘ভারত সরকার এ বিষয়ে সাধ্যের মধ্যে সম্ভাব্য সব রকমভাবে সহায়তা করে যাচ্ছে।”‘দ্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল আগামী ৪ মে গো ফার্স্ট এর দেউলিয়া ঘোষণা করার আবেদন শুনতে রাজি হয়েছে।দেউলিয়া ঘোষিত করতে গো ফার্স্ট এর আবেদন ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এর মতো প্রতিদ্বন্দ্বী এয়ারলাইনগুলো এবং বাজারে নতুন প্রবেশ করা আকাসা এয়ার কে বাজারের একটি বৃহত্তর অংশ দখল করতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে৷ইঞ্জিন ও উড়োজাহাজ সরবরাহ চেইনে সংকটের কারণে বিশ্বের আরো কয়েকটি দেশের এয়ার লাইন কোম্পানিকে ভুগতে হচ্ছে বলে জানান এ ক্ষেত্রের বিশেষজ্ঞরা।তিনি বলেন, খুচরা যন্ত্রাংশের অভাবে ভারত ১০২টি বাণিজ্যিক উড়োজাহাজ অচল হয়ে পড়ে আছে। তার মধ্যে ৬০টিই গো ফার্স্টে এবং তাদের প্রতিদ্বন্দ্বী ইন্ডিগো এয়ার লাইনের।