ইমফল, ২৭ ডিসেম্বর (হি.স.) : মণিপুরে মিলেছে প্রথম ওমিক্রন মামলা। নিশ্চিত করেছেন ইমফলে অবস্থিত জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (জেএনআইএমএস)-এর ডিরেক্টর এল দেবেন এবং মণিপুরের স্বাস্থ্য দফতরের অধিকর্তা।
সরকারিভাব ডিরেক্টর এল দেবেন জানান, ওমিক্রন সংক্রমিত ব্যক্তি গত ২১ ডিসেম্বর দুবাই, তাজানিয়া সহ কয়েকটি দেশ সফর করে রাজ্যে এসেছেন। তিনি বলেন, বিদেশ থেকে আগতদের নিরন্তর পর্যবেক্ষণ করা হচ্ছে। যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁদের আইসোলেশনে পাঠানো হচ্ছে। ওমিক্রনে সংক্রমিত ব্যক্তিকে মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।এদিকে মণিপুরের স্বাস্থ্য দফতরের অধিকর্তা কে রাজুও ঘটনার নিশ্চিত করে জানান, সংক্রমিত রোগীর এখন পর্যন্ত কোনও উপসর্গ দেখা যায়নি। বিদেশ ফেরত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ইমফলের ল্যামফেলে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। আজ সোমবার আমাদের জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিটি ওমিক্রন সংক্রমিত। তবে ঘটনাকে কেন্দ্র করে চিন্তা করার দরকার নেই, কেননা মণিপুর কোভিড-১৯ বা তার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে লড়াই করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, দাবি স্বাস্থ্য দফতরের অধিকর্তা রাজুর।