হায়দরাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স) : তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনার জেরে এবার ভিভিআইপি প্রোটোকলে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান ও চিনের দিক থেকে ভিভিআইপিদের নিরাপত্তার ঝুঁকি কতটা রয়েছে, তার মূল্যায়ন চলছে। শনিবার হায়দরাবাদের ডুন্ডিগলে এয়ার ফোর্স অ্যাকাডেমির কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বায়ুসেনা প্রধান। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী জানান, তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। রিপোর্ট পর্যালোচনা করে সেইমতো ভিভিআইপিদের প্রোটোকলে পরিবর্তন আনা হবে।
গত ৮ ডিসেম্বর তামিলনাডুর কুন্নুরে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টার ভেঙে সস্ত্রীক রাওয়াত ছাড়াও ১২ সেনাকর্মী-অফিসার নিহত হন। তদন্ত কতদূর এগোল, তা নিয়ে সাংবাদিকরা বায়ুসেনা প্রধানকে প্রশ্ন করা হলে, তিনি এ বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন।
তিনি বলেন, ‘কুন্নুরের দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তদন্ত চলায় চপার দুর্ঘটনার কারণ নিয়ে এখনই কিছু ঘোষণা করা সম্ভব নয়।’ তবে, কোর্ট এনকোয়ারির পুরো প্রক্রিয়া স্বচ্ছ ভাবে হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।