রোপার, ১৮ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। বিজেপির সঙ্গে হাত মেলানোয় অমরিন্দরের বিরুদ্ধে তোপ দেগে চান্নি বলেছেন, ” পঞ্জাবের জনগণের পিঠে ছুরি মেরেছেন অমরিন্দর।” শনিবার রোপারের পুটখালি গ্রামের কাছে হরিপুর খালের উপর একটি সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন চান্নি।
এই সময় পঞ্জাব লোক কংগ্রেসের প্রধান ও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে চান্নি বলেছেন, বিজেপি তিনটি বিতর্কিত কৃষি আইন প্রবর্তন করে কৃষকদের এক বছরেরও বেশি সময় ধরে রাস্তায় থাকতে বাধ্য করেছে। পঞ্জাবের একজন কীভাবে এমন দলের সঙ্গে যেতে পারে? প্রসঙ্গত, শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রী ও পঞ্জাবে বিজেপির দায়িত্বপ্রাপ্ত গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেন পঞ্জাব লোক কংগ্রেসের নেতা ও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বৈঠক শেষে অমরিন্দর জানান, পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়বে তাঁর দল।