Sunday, February 16, 2025
বাড়িজাতীয়গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস, প্রধানমন্ত্রী বললেন তৈরি হবে অসংখ্য চাকরি ও নতুন সুযোগ

গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস, প্রধানমন্ত্রী বললেন তৈরি হবে অসংখ্য চাকরি ও নতুন সুযোগ

শাহজাহানপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রতীক্ষার অবসান, উত্তর প্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, এই এক্সপ্রেসওয়ে যুবসমাজের জন্য অসংখ্য চাকরি ও নতুন সুযোগ বয়ে আনবে।

 উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এদিন গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তৈরি হওয়ার পর ৫৯৪ কিলোমিটার লম্বা এই গঙ্গা এক্সপ্রেসওয়েই হবে দেশের মধ্যে বৃহত্তম এক্সপ্রেসওয়ে। প্রায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রসারিত, মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই ৬ লেনের এক্সপ্রেসওয়েকে ৮ লেনে উন্নীত করা হবে। ৩৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনার বিমানের জরুরি টেক-অফ ও ল্যান্ডিংয়ের জন্য ৩.৫ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরি করা হবে।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “মেরঠ, হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্ভল, বাদাউন, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বেরেলি, প্রতাপগড় ও প্রয়াগরাজের জনগণকে আমার অভিনন্দন। প্রায় ৬০০ কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ে তৈরির জন্য খরচ হবে ৩৬ হাজার কোটিরও বেশি টাকা। গঙ্গা এক্সপ্রেসওয়ে এই অঞ্চলে নতুন শিল্প নিয়ে আসবে। এই এক্সপ্রেসওয়ে হাজার হাজার যুবকের জন্য অসংখ্য চাকরি এবং বেশ কিছু নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে এক্সপ্রেসওয়ের নেটওয়ার্ক, নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে, নতুন রেল রুট তৈরি করা হচ্ছে, উত্তর প্রদেশের মানুষের জন্য অনেক আশীর্বাদ নিয়ে আসছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য