জগদীশপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার উত্তর প্রদেশের জগদীশপুরের জনসভায় রাহুল বলেছেন, প্রধানমন্ত্রীর গৃহীত কিছু সিদ্ধান্তের জন্য মধ্যবিত্ত ও দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
যে কারণে ব্যাপক হারে বেকারত্ব দেখা দিয়েছে। বিমুদ্রাকরণ, ভুলভাবে বাস্তবায়িত জিএসটি, কোভিড সংকটের সময় কোনও সাহায্য না থাকায় ভারতে বেকারত্বের প্রধান কারণ।” রাহুল গান্ধী আরও বলেছেন, “আপনারা সবাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী কেউই দেবেন না। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে গঙ্গায় ডুব দিয়েছিলেন কিন্তু বেকারত্ব নিয়ে কথা বলবেন না। যুবকরা কেন কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে তা আমি বলব।” এরপর রাহুল বলেছেন, “আমি ২০০৪ সালে রাজনীতিতে এসেছি। আমেঠি সেই শহর যেখানে আমি আমার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমেঠির মানুষ আমাকে রাজনীতি সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। আপনারা আমাকে রাজনীতির পথ দেখিয়েছেন এবং আমি আমেঠি থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।”