Saturday, February 8, 2025
বাড়িজাতীয়মানুষ বিজেপির সঙ্গে আছে, দলের জয় নিশ্চিত : হরিদ্বারের রোডশোতে নড্ডা

মানুষ বিজেপির সঙ্গে আছে, দলের জয় নিশ্চিত : হরিদ্বারের রোডশোতে নড্ডা

হরিদ্বার, ১৮ ডিসেম্বর (হি.স) : ভারতীয় জনতা পার্টি(বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা শনিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিদ্বারে বিজয় সংকল্প যাত্রার সূচনা করেন। হরিদ্বারের পান্তদীপ পার্কিংয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে হরিদ্বারের রাস্তায় বের করা হয় জাতীয় সভাপতি নড্ডার রোড শো।

বিজেপির জাতীয় সভাপতি নড্ডা বলেছেন, এই বিশাল জনসমাগম বলছে উত্তরাখণ্ডে বিজেপি সরকার আসছে। তিনি বলেন, এটি বিধানসভা নির্বাচনের শুরু মাত্র। প্রথম থেকেই এত বিশাল সমাবেশ দেখে মনে হচ্ছে উত্তরাখণ্ডের মানুষ মোদীর কাজকে সমর্থন করেছে, ডাবল ইঞ্জিনের সরকার। ধামী সরকারের কাজ দেখে মানুষ উচ্ছ্বসিত। আমি পুরো উত্তরাখণ্ডে একই রকম উৎসাহজনক পরিবেশ দেখছি। বললেন আমি সারা উত্তরাখণ্ড ঘুরেছি। আমি মনে করি মানুষ বিজেপির সঙ্গে আছে।

নড্ডা বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাসের সাথে পুরো সমাজের জন্য কাজ করা হয়েছে। তিনি আরও বলেন, উত্তরাখণ্ড উন্নয়নের নতুন গল্প লিখছে। উন্নয়নে প্রত্যেকেরই অবদান রয়েছে। এই কারণেই মানুষ নির্বাচনে জয়ের রূপে বিজেপিকে আশীর্বাদ করতে প্রস্তুত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য