Thursday, July 24, 2025
বাড়িবিশ্ব সংবাদপ্রয়াত পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, ভর্তি ছিলেন দুবাইয়ের হাসপাতালে

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, ভর্তি ছিলেন দুবাইয়ের হাসপাতালে


ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বিরল রোগ অ্যামাইলয়েডোসিসের সাথে দীর্ঘ লড়াইয়ের পর আজ রবিবার সকালে প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তাঁর বয়স ছিল ৭৯। তিনি এদিন সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে মারা যান। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন বলে পাকিস্তান প্রশাসন জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর অসুস্থতার জটিলতার কারণে তিনি কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

মোশাররফ ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন এবং তারপর থেকে তিনি পাকিস্তানে ফিরে আসেননি। প্রাক্তন এই প্রেসিডেন্ট গত আট বছর ধরে চিকিৎসা নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে।

১৯৯৯ সালে সফল সামরিক অভ্যুত্থানের পর মোশাররফ ছিলেন পাকিস্তানের দশম রাষ্ট্রপতি। তিনি ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানের ১০তম চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি এবং ১৯৯৮ থেকে২০০৭ পর্যন্ত ৭তম শীর্ষ জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!