স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : বৃহস্পতিবার রাতে আগরতলা উত্তর গেট সংলগ্ন এলাকায় ভেস্টিজ নামে একটি বেসরকারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, এদিন রাতে সাড়ে আটটা নাগাদ পথচারিরা আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দমকল কর্মীরা জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় ভেতরে প্রবেশ করার মতো কোনো ব্যবস্থা নেই।
ভেতরের সমস্ত দরজা বন্ধ। দরজার তালা ভেঙ্গে দ্বিতল ভবনে দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা। তবে দমকল কর্মীরা জানায় ভেতরে কোনো রকম আগুন নেভানোর মতো প্রাথমিক ব্যবস্থা ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রশ্ন হচ্ছে শহরের সম্প্রতি একাধিক কমার্শিয়াল গোডাউনে আগুন লাগার পরেও সংশ্লিষ্ট দপ্তরে পক্ষ থেকে শহরের বহুতল কমার্শিয়াল গোডাউন ও ফ্ল্যাটগুলিতে আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থাটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে না কেন। ফলে আগুন অতি কম সময়ে বিস্তার লাভ করছে। দপ্তরে নিষ্ক্রিয়তা শহরে এ ধরনের কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ করা হলে আগুন নেভানোর মতো ব্যবস্থা রাখা হয় না বলে অভিমত শহরবাসীর। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। গোডাউনে ছিল বিভিন্ন কসমেটিক সহ খাবার সামগ্রী। আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে বলে ধারণা গোডাউন কর্তৃপক্ষের।