নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): এজেন্সিগুলি অধিকার ছাড়া কাজ করতে পারে না, এজেন্সিগুলিকে অধিকার দিতে হবে। আমাদের এজেন্সির প্রতি আস্থা দেখাতে হবে। বুধবার লোকসভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সীমান্ত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কিন্তু আমরা যখন বিএসএফ-কে অধিকার দিই, তখন বলা হয় রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এখন সেখানে বিএসএফ কীভাবে কাজ করবে?
তিনি আরও বলেছেন, বিএসএফ মাদক আটক করে, কিন্তু মামলা করার অধিকার রাখে না, যারা এই ইস্যুতে রাজনীতি করছে তারা মাদক পাচারকে উৎসাহিত করছে। অমিত শাহ আরও বলেছেন, উপসাগরীয় দেশগুলি থেকে মাদক আসছে, এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে এবং ফ্যাক্টরিতে সিল লাগানো হয়েছে। এর ভিত্তিতে ১২টি রাজ্যে অভিযান চালানো হয় এবং সেখানেও লোকজনকে গ্রেফতার করা হয়।