নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : চিনে করোনার প্রভাবকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া বুধবার জরুরি বৈঠক ডেকেছেন। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে দেশের স্বার্থে ভারত জোড়ো যাত্রা স্থগিত করার আবেদন জানিয়েছেন।
এই বিষয়ে রাহুল গান্ধী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠিও লিখেছেন ডাঃ মনসুখ মান্ডাভিয়া। চিঠিতে যাত্রার সময় করোনার নির্দেশিকা মেনে চলা এবং শুধুমাত্র ভ্যাকসিনপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ডাঃ মান্ডাভিয়া বলেন, যাত্রায় জড়িত ব্যক্তিরা যাতে পরে বিচ্ছিন্ন হয় তাও নিশ্চিত করা উচিত। নিয়ম মানা সম্ভব না হলে যাত্রা পিছিয়ে দিতে হবে।