Saturday, January 18, 2025
বাড়িজাতীয়জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করুন, কোভিড নিয়ে বৈঠকের পর জানালেন ভি কে...

জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করুন, কোভিড নিয়ে বৈঠকের পর জানালেন ভি কে পল

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করুন। তা ঘরের ভিতরে হোক অথবা বাইরে। কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর জানালেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল। বুধবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এই বৈঠকে ভি কে পলও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভি কে পল বলেছেন, জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করুন। তা ঘরের ভিতরে হোক অথবা বাইরে। কোমর্বিডিটি ও বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, শুধুমাত্র ২৭-২৮ শতাংশ মানুষ প্রিকশন ডোজ নিয়েছেন। আমরা অন্যদের, বিশেষ করে প্রবীণ নাগরিকদের সতর্কতামূলক ডোজ গ্রহণের জন্য আবেদন করছি। প্রিকশন ডোজ বাধ্যতামূলক এবং প্রত্যেকের জন্য নির্দেশিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য