স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর : অপারেশন সিঁদুরের পর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সূত্রের খবর, গত রবিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের লিপা ভ্যালিতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন গভীর রাতে লিপা ভ্যালিতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পর পর গুলি চালায় পাক সেনা। এমনকী নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোড়া হয় বেশ কয়েকটি মর্টার শেলও। পাকিস্তানের এই হামলার পালটা জবাব দেয় ভারতীয় সেনা। গত ১০ মে অর্থাৎ অপারেশন সিঁদুরের পর থেকে শান্তই ছিল নিয়ন্ত্রণ রেখা। কিন্তু পাঁচ মাস পর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের গোলাবর্ষণ করল পাক সেনা। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের লিপা ভ্যালি অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। আগে এই অঞ্চল দিয়ে একাধিকবার পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অভিযান চালায় ভারত। সেই অভিযানের নামই অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

