Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়‘নিজভূমে পরবাসী’ কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছু করেনি বিজেপি, তোপ দলেরই নেতার

‘নিজভূমে পরবাসী’ কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছু করেনি বিজেপি, তোপ দলেরই নেতার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর : নিজের দলের বিরুদ্ধেই এবার মুখ খুললেন বিজেপি নেতা। জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জাহানজাইব সিরওয়ালের দাবি, কাশ্মীরি পণ্ডিতদের ‘রাজনৈতিক স্বার্থে ব্যবহার’ করেছে বিজেপি। সিরওয়ালের বক্তব্যে রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা।

জাহানজাইবের দাবি, ‘বিজেপি র পিছনে সবসময় অবিচলভাবে থেকেছে কাশ্মীরি পণ্ডিতরা। কিন্তু বিজেপি তাঁদেরকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, নিজেদের লাভের জন্য সংসদের অন্দরে অন্তত ৫০০ বার কাশ্মীরি পণ্ডিতদের কথা তুলেছে বিজেপি। রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে তাঁদের ব্যবহার করলেও, নিজেদের দেশের অন্দরে ‘নির্বাসিত’ পণ্ডিতদের জন্য কিছু করেনি বিজেপি।

সিরওয়াল বলেছেন, ‘আমি দলের নেতৃত্বকে অনুরোধ করব, কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে দীর্ঘদিন ধরে হওয়া অবিচারের বিরুদ্ধে পদক্ষেপ নিন। সংসদের অভ্যন্তরে বিতর্কের জন্য তাঁদের উল্লেখ করার থেকেও বেশি কিছু তাঁদের প্রাপ্য।’

সিরওয়ালের দাবি, তিরিশ বছর ধরে একটি মানবিক সঙ্কট মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে সরকার। ক্যাম্পগুলি অব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি যেন একবার ক্যাম্পগুলি ঘুরে দেখেন।

এই মাসের শুরুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মুখ খোলেন। সিরওয়াল। মুসলিমদের বিরুদ্ধে তাঁর মন্তব্য এবং সংখ্যালঘু বিরুদ্ধে রাজ্য পুলিশের বিরূপ মনোভাবের প্রতিবাদের দলত্যাগের হুমকি দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য