Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়‘মেয়ে অহিন্দুর বাড়ি গেলে মেরে ঠ্যাং ভেঙে দিন’, নয়া নিদান দিয়ে বিতর্কে...

‘মেয়ে অহিন্দুর বাড়ি গেলে মেরে ঠ্যাং ভেঙে দিন’, নয়া নিদান দিয়ে বিতর্কে প্রজ্ঞা ঠাকুর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর : খবরদার, বাড়ির মেয়েরা যেন ‘অহিন্দু’দের বাড়িতে না যায়। কথা না শুনলে মেরে ‘ঠ্যাং ভেঙে দিন’। ধর্মান্তর নিয়ে এমনই নিদান দিলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। গেরুয়া নেত্রীর বিতর্কিত বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই আসরে নেমেছে কংগ্রেস। তাদের বক্তব্য, সমাজে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি।

উগ্র হিন্দুত্ববাদী নেত্রী হিসাবেই পরিচিত প্রজ্ঞা। বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। চলতি মাসের শুরুতে ভোপালের এক ধর্মীয় সভায় বক্তব্য় রাখেন তিনি। তখনই তাঁকে বলতে শোনা যায়, “মন এতটাই শক্ত করুন যে আপনার মেয়ে যদি কোনও অহিন্দুর বাড়ি যায় তাহলে তাকে থামানোর কোনও চেষ্টাই বাকি রাখবেন না। কথা না শুনলে মেরে পা ভেঙে দিন।” এখানেই না থেমে প্রজ্ঞা আরও বলেন, “যারা বাবা-মায়ের কথা শুনবে না, ধর্মীয় মূল্যবোধের তোয়াক্কা করবে না তাদের শাস্তি দিতে হবে। সন্তানদের ভালোর জন্য তাদের মারধরও করতে হয়। কোনও বাবা-মা যখন এরকম কোনও পদক্ষেপ নেয় তখন তা সন্তানদের ভালো ভবিষ্যতে জন্যই নেয়।”
প্রজ্ঞার এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তার বক্তব্য, গেরুয়া নেত্রী ঘৃণা ছড়াচ্ছেন। তিনি বলেন, “মধ্যপ্রদেশে মাত্র সাতটি ধর্মন্তকরণের ঘটনা সামনে এসেছে। তারপরেও ঘৃণা ছড়ানো হচ্ছে কেন?”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য